bangla news

দু’টি কবিতা | রিগ্যান এসকান্দার

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-২০ ৭:৩৫:২৯ এএম
দু’টি কবিতা | রিগ্যান এসকান্দার

দু’টি কবিতা | রিগ্যান এসকান্দার

দু’টি কবিতা
রিগ্যান এসকান্দার

পাখি
পাখি, কণ্ঠের কাছে আছে ঋণ
উড়ে যাবার আগে চেনায় শরীর,
অবরুদ্ধ বিকল্প এ আদম
বেদনায় তছনছ হবার আগে হতে চেয়েছিলো-
হেদায়েত প্রাপ্ত প্রেমিক।
তোমার হাতে হাত রেখে বুঝেছিলো-
তোমার অনামিকা-আঙুল বড় উদাসিন,
তোমার নিখুঁত বর্ষণে প্লাবিত আমি নির্মম জলোচ্ছ্বাসে।
বিরান ভূমিতে কোনো উদ্ভিদ বেঁচে নেই আজ, 
পাখি, তুমি এসে বসবে কোথায়?
পাখি, তোমার গান এখন মৌসুমী বাতাস
অভিমানী স্পর্শ কোনো দিন হবে না নিবিড় অলিঙ্গন।

বাসনা 
জলে বা স্থলে তোমাকে ভালোবাসি
পিরিতের বেধড়ক বাসনা করি
হৃদয়ের দখল নিতে আকাশ পথে চালাই বোমারু বিমান।
লাল ফৌজ গঠন করি
নৌবাহিনী নিয়োগ করি
তোমাকে দখলে নিতে জাতিসংঘে মামলা ঠুকি
প্রেমেও রেখে যাই প্রিয়তমা, প্রতিরোধ প্রস্তুতি
হৃদয়স্বদেশে ফুলের নিরাপত্তা চাই
ভালোবেসে বিঘর বিহনে থাকি।
এখানে সমাজতন্ত্র, পূঁজিবাদ বলে কিছু নেই, 
স্তালিন হয়ে বসে যাই রুজভেল্টের চায়ের দোকানে।
জলে বা স্থলে তোমাকে ভালোবাসি
তোমাকে বাসনা করি ভোজনে ও ভ্রমণে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসএনএস
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-07-20 07:35:29