ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সেলিম আল দীন জন্মোৎসব

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
সেলিম আল দীন জন্মোৎসব


বাঙলা নাট্যমঞ্চের পুরোধা নাট্যব্যক্তিত্ব নাট্যাচার্য সেলিম আল দীন। ১৮ আগস্ট পালিত হতে যাচ্ছে তার ৬২ তম জন্মদিন।

এ উপলক্ষে ‘সেলিম আল দীন জন্মোৎসব উদযাপন পর্ষদ’-এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শিরোনামে দুইদিন ব্যাপী ‘সেলিম আল দীন জন্মাৎসব- ২০১১’-এর আয়োজন করা হয়েছে।

‘সেলিম আল দীন জন্মোৎসব উদযাপন পর্ষদ’-এ অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে- ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও দ্যাশবাংলা থিয়েটার।

উৎসবে সেলিম আল দীন কৃত ছয়টি নাট্যপ্রযোজনা মঞ্চায়ন, নাট্যাচার্যকে নিবেদিত সঙ্গীত-কোরিওগ্রাফি উপস্থাপন, সেলিম আল দীন স্মারক বক্তৃতা ও মুক্ত আলোচনা,  সেলিম আল দীন রচিত এবং বিভিন্ন নাট্যদল কর্তৃক মঞ্চায়িত নাট্যপ্রযোজনাসমূহের মঞ্চপরিকল্পনার প্রতিকৃতি-পোস্টার-আলোকচিত্র প্রদর্শনী প্রভৃতি অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্য, এবারে এ উৎসবটি প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীর-এর স্মৃতির উদ্দেশে নিবেদন করা হচ্ছে।

বাংলাদেশ সময় ১৫০০ , আগস্ট ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।