ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে সাহিত্য সম্মিলনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বরিশালে সাহিত্য সম্মিলনের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য সম্মিলন।

বরিশাল: বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য সম্মিলন।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে কবি আসাদ ছাড়া বরিশালের স্থানীয় সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

সাহিত্য পত্রিকা ‘সাহিত্য বাজার’র দশম বর্ষে পদার্পণ  উপলক্ষে আয়োজিত এ সম্মিলনে গুণীজন সম্মাননা, সাহিত্য এবং মঞ্চকথা পদক ও সেরা লেখক সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad