ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সরদার আলাউদ্দিন আহমেদের ৪৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

শ্রদ্ধাঞ্জলি ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
সরদার আলাউদ্দিন আহমেদের ৪৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠসৈনিক অকাল প্রয়াত প্রখ্যাত শিল্পী সরদার আলাউদ্দিন আহমেদ-এর ৪৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১ নভেম্বর)।

শিল্পীর স্মরণে ‘সরদার আলাউদ্দিন আহমেদ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় আজিমপুরস্থ নতুন কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ এবং বাদ মাগরিব ৪/৯ ব্লক এফ জয়েন্ট কোয়ার্টার, মোহাম্মদপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও শিল্পীর স্মরণে আগামী ৪ নভেম্বর সারগাম ললিতকলা একাডেমি’র উদ্যোগে সকাল ৯টায় একাডেমির মোহাম্মদপুর  শাখায় (বেবি কেয়ার প্রিপারেটরি স্কুল, ৯/১২ ব্লক-সি তাজমহল রোড) ‘আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শিল্পীর উদাত্ত কণ্ঠে গাওয়া ‘জগৎবাসী একবার বাংলাদেশকে যাও দেখিয়ারে’, ‘রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রাখিতে সম্মান, চল সমানে সমান’, ‘বাংলা থেকে দুশমনদের দাও হটিয়ে দাও’, ‘ও তোর ভয় নাইরে জোরে মারো টান, এই নৌকার কাণ্ডারি আছে মুজিব রহমান’, ‘এগিয়ে চলো বীরসেনানী’ প্রভৃতি একক কণ্ঠের অগ্নিঝরা গান স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছিলো।

বাংলাদেশ সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীকে ১৯৭৫ সালে মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদকে’ ভূষিত করে।

১৯৭২ সালের এই দিনে মাত্র ৩১ বছর বয়সে শিল্পী সরদার আলাউদ্দিন আহমেদের অকাল মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।