bangla news

কবি এসেছেন দূরের শহরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৮-০৫ ৩:১১:৪৯ এএম

বাংলাদেশ থেকে কবি এসেছেন এক দূরের শহরে, সিডনিতে। জীবিত বাঙালি কবিদের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত সক্রিয়, কবি নির্মলেন্দু গুণ। উদগ্রীব-উচ্ছল প্রশান্তপাড়ের প্রবাসী বাঙালি মন। কবিকে এক নজর দেখার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য। তাঁর কবিতা স্বকণ্ঠে সামনাসামনি শোনার জন্য।

বাংলাদেশ থেকে কবি এসেছেন এক দূরের শহরে, সিডনিতে। জীবিত বাঙালি কবিদের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত সক্রিয়, কবি নির্মলেন্দু গুণ। উদগ্রীব-উচ্ছল প্রশান্তপাড়ের প্রবাসী বাঙালি মন। কবিকে এক নজর দেখার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য। তাঁর কবিতা স্বকণ্ঠে সামনাসামনি শোনার জন্য।

বৃহস্পতিবার কবি মেলবোর্ন থেকে আসেন সিডনিতে। এটি তাঁর প্রথম সিডনি আসা নয়।এর আগেও এখানে এসেছেন দশ বছর আগে ।

এ প্রসঙ্গে নির্মলেন্দু গুণ বললেন, দশ বছরতো অনেক সময়। পরিবর্তন অনেক। বাঙালির সংখ্যা এখানেও অনেক বেড়েছে। তবে এবার প্রথম দেখলাম মেলবোর্ন। অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী। প্রচুর ক্যামেলিয়া ফুটেছে দেখলাম এখানে। আমার প্রিয় ফুল। এক সঙ্গে এত ক্যামেলিয়া আগে কখনো দেখিনি। মন ভরে গেছে। বাংলার সংস্কৃতি লালনে-চর্চায় সক্রিয় মেলবোর্নের বাঙ্গালিরাও। একসঙ্গে বাংলা সংস্কৃতির আয়োজনাদি করেন দুই বাংলার প্রবাসী বাঙ্গালিরা সেখানে। এটিও খুব ভালো লেগেছে।

বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার আমন্ত্রণে কবি এসেছেন সিডনিতে। একাডেমির প্রাণপুরুষ আনোয়ার আকাশ তাঁকে সিডনির কিং জর্জ বিমানবন্দরে অভ্যর্থনা জানান। প্রশান্তপাড়ের শহরে বাংলাভাষা, বাঙালি সংস্কৃতির বিশুদ্ধ চর্চার কাজ যেসব সংগঠন করে যাচ্ছে বাংলা একাডেমি এদেরই একটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ আগস্ট রোববার একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি। কবিতা, গান, আলোচনার পাশাপাশি চলবে কবির সঙ্গে আড্ডা, সিডনির প্যারামাটা টাউন হলে।

বাংলাদেশের বরেণ্য সঙ্গীত পরিচালক আজাদ রহমান, তাঁর গায়িকা স্ত্রী সেলিনা আজাদও অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। 

বাংলাদেশ সময় ১৬০০, আগস্ট ৫, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-08-05 03:11:49