ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কবিতা

ধ্রুব মুখোপাধ্যায়ের একজোড়া কবিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
ধ্রুব মুখোপাধ্যায়ের একজোড়া কবিতা

মন খারাপ
তুমি চলে গেছো বলে
চোখ খোঁজে তারাদের পরিচয়।

নির্লজ্জ তোমার শব্দেরা।

তোমার গন্ধরা
নিঃশব্দে মিশতে থাকে অণুচক্রিকায়।
পূর্ণিমার চাঁদ তুমি লুকিয়ে যাও
বাইপাসের ধুলোয়। চারিপাশ ছন্নছাড়া।

মেঘ তুমি ঝরে পরো আগুনে।
‘ভালো না লাগা’রা লাইন দেয়
দুঃখ বিক্রির রেশন দোকানে।

তোমার না থাকা- জোর করে চেপে বসে 
আমার মন খারাপের ঘাড়ে।
তোমার জন্য আজও আমার
ভীষণ, মন খারাপ করে।

যন্ত্রণা
রক্তে মিশতে থাকে, খামখেয়ালি বুদ্বুদ।
এলোমেলো চুল, চোখে ধুলোবালি বখাটে ঝড়ে।
বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও,
ওখানে শাজাহান, যন্ত্রণা বিক্রি করে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।