![]() |
পৌরসভার পাড় দিয়ে যে পথ চলে গেছে অরণ্যে
সে পথেই কুঠুরি বাড়ি
পাশ দিয়ে সবুজের চাদর জড়ানো নদী
জঙলি পরির অরণ্য দখল
পৌরসভার পাড় দিয়ে যে পথ চলে গেছে অরণ্যে
সে পথেই কুঠুরি বাড়ি
পাশ দিয়ে সবুজের চাদর জড়ানো নদী
ঢেউয়ের পিয়ানোর সুরে ভাঙে- মাঝির ঘুম মনমঞ্জরি
পাড় ঘেঁষা বালির বাকলে পড়ে থাকা হারানো মাস্তুল
কেড়ে নিতে চায়- মাছরাঙার শিকার সঙ্গীত
মাঝির চোয়ালে জেগে থাকা জুয়াড়ি জলের ফেনা
দ্যাখেনি- অন্ধপুরোহিত
কুঠুরির উঠোনে হারানো হিজলের পাতা
হালের হ্যারিকেন দিয়ে খুঁজেছিলো মাঝি
তা দেখে ফেটেছিলো বাঁশের খোঁড়ল;
জঙলি পরি- অরণ্য করেছিল দখল...
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসএনএস