bangla news

বাংলা একাডেমী আয়োজিত প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৬-২৪ ৩:৩৬:২১ এএম

প্রথমবারের মতো বাংলা একাডেমী আয়োজন করছে ‘দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের। ৩ দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে ২৬ জুন।

প্রথমবারের মতো বাংলা একাডেমী আয়োজন করছে ‘দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের। ৩ দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে ২৬ জুন।

এ দিন সকাল ১০টায়  সেমিনার কক্ষে অনুষ্ঠানের উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন কবি মুহম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। অনুষ্ঠান শেষ হবে ২৮ জুন।

সম্মেলন উপলক্ষে ২৫ জুন বেলা ১১টায় একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

নিচে ৩ দিনব্যাপী অনুষ্ঠানসূচী দেয়া হলো :বাংলাদেশ সময় ১৩১৮, জুন ২৪, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-06-24 03:36:21