ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

আবার বিতর্কে জড়ালেন নাইপল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জুন ২, ২০১১
আবার বিতর্কে জড়ালেন নাইপল

লন্ডন: ‘কোন নারী লেখকই আমার সমমানের নয়’ মন্তব্যের পর আবারো বিতর্কে জড়ালেন ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান লেখক স্যার বিদ্যাধর সূর্য প্রসাদ নাইপল।

এর আগে আমেরিকার লেখিকা পল থেরক্সের সঙ্গে ১৫ বছরের দ্বন্দ্ব অবসানের পর এ সপ্তাহে  হে উৎসবে এই মন্তব্য করেন নাইপল।



সাহিত্য সমালোচক, পাঠক এবং লেখকদের কাছ থেকে বিরূপ মন্তব্য শোনার পর বুধবার রয়েল জিওগ্রাফিক সোসাইটিতে তিনি এই মন্তব্য করেন।

নাইপলকে ইংরেজি গদ্যসাহিত্যের জীবিত লেখকদের মধ্যে সবচেয়ে বড় বলে মনে করা হয়।

নাইপলের মতে, খ্যাতিমান লেখিকা জেন অস্টেনও তার সমকক্ষ নয়।

নাইপলের এই মন্তব্যের বিষয়ে লন্ডনের রাইটাস গিল্ড  জানায়, তার মন্তব্য নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই তাদের।

আপনার মানের অন্য কোন সাহিত্যিক আছে কীনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেরকম মনে করি না। ’

অস্টেনের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘তার জীবনবোধ, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা আমি কারো কাছে প্রকাশ করতে চাই না। ’             
   
নাইপল বলেন, নারী লেখকরা সম্পূর্ণ ভিন্ন। তিনি আরো বলেন, এক অনুচ্ছেদ বড়জোর দুই অনুচ্ছেদ পড়ার পরই আমি বুঝতে পারি এটা কোনো মহিলা না পুরুষের লেখা।

তিনি বলেন, নারীরা উদারভাবে পৃথিবীকে বুঝতে পারেন না। সুতরাং তাদের লেখাতেও তা সংকীর্ণভাবে প্রকাশিত হয়।

বাংলাদেশ সময় ১৯২৭ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।