ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

ফ্রানৎস কাফকা পুরস্কার পেলেন আইরিশ ঔপন্যাসিক ব্যানভিল

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২৭, ২০১১
ফ্রানৎস কাফকা পুরস্কার পেলেন আইরিশ ঔপন্যাসিক ব্যানভিল

আইরিশ ঔপন্যাসিক জন ব্যানভিল এ বছর ফ্রানৎস কাফকা পুরস্কার পেলেন। ২৬ মে পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়।

 
এর আগে কাফকা পুরস্কার পেয়েছেন আমেরিকান ঔপন্যাসিক ফিলিপ রথ, নোবেলজয়ী অস্ট্রিয়ার সাহিত্যিক এলফ্রিড জেলিনেক ও ব্রিটিশ নাট্যকার-সাহিত্যিক হ্যারল্ড পিন্টার।

অস্ট্রিয়ার প্রাগভিত্তিক ফ্রানৎস কাফকা সোসাইটি এই বার্ষিক পুরস্কারটি দিয়ে থাকে। ব্যতিক্রমী শিল্প-গুণ সম্পন্ন যেসব  কথাসাহিত্যিকের কর্মে শেকড় (আত্মপরিচয়), জাতীয়তা ও সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে যাওয়া মানুষের কথা থাকে, সচরাচর তাদের এ পুরস্কারটি দেওয়া হয়।

কাফকা পুরস্কার পাওয়াসংক্রান্ত ঘোষণাটি শুনে জন ব্যানভিল অত্যন্ত গৌরবান্বিত, আনন্দিত ও সম্মানিত বোধ করছেন বলে জানান। চলতি বছর আগামী অক্টোবরে প্রাগে আয়োজিত একটি উৎসবে ব্যানভিলের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

পুরস্কারের সম্মানি হিসেবে তিনি ১০ হাজার মার্কিন ডলার ও কাফকার একটি ব্রোঞ্জের মূর্তি পাবেন। জন ব্যানভিল ২০০৫ সালে ‘দ্য সি’ উপন্যাসের জন্য পেয়েছেন ম্যান বুকার ফিকশান পুরস্কার।


বাংলাদেশ সময় ১৪১৫, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।