ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিল্প-সাহিত্য

সীমান্ত এক নিষ্ঠুর খেলা | আবদুল মান্নান

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, আগস্ট ১, ২০১৫
সীমান্ত এক নিষ্ঠুর খেলা | আবদুল মান্নান

জিন্নাহ-গান্ধী রাজনীতির দুই দিকপাল
দেশ বিভাগের নামে বিভেদের যে রেখা
তোমরা অঙ্কন করেছিলে
সেই রেখা তুলে দিতে লেগে গেল ৬৮ বছর
সীমান্ত রেখা এক নিষ্ঠুর খেলা
তারও চেয়ে নিষ্ঠুর মানুষের প্রেম
এই রেখার কারণে
স্বামী- স্ত্রী’র বন্ধন ছেড়ে
দয়া রানী ও ছবি রানীরা
পাড়ি জমালো ভারতবর্ষে
পিতৃস্নেহ থেকে বঞ্চিত হলো
দিগন্ত রায়
বাঁধন রায়ের মতো দুই অবুঝ শিশু
বাংলাদেশে পড়িয়া রহিল
স্বামী-সংসার ভিটেমাটি
আবাল্যপ্রেম—
সাঁতারকাটার নদী
প্রিয় বকুলতলা।



বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।