ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

লাকুটিয়া জমিদারবাড়িতে শিল্পকর্ম বিনিময় কর্মসূচি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
লাকুটিয়া জমিদারবাড়িতে শিল্পকর্ম বিনিময় কর্মসূচি সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদারবাড়িতে আয়োজিত সপ্তাহব্যাপী সমসাময়িক ভিজ্যুয়াল আর্টের ত্রিদেশীয় বিনিময় কর্মসূচি সমাপ্ত হয়েছে।

শুক্রবার দুপুরে আবাসিক শিল্পকর্ম সৃজনের এই বিনিময় কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



এর ‍আগে গত বৃহস্পতিবার জমিদারবাড়ির সন্তান মন্দিরা মুখার্জী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী  এর উদ্বোধন করেন।

২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত উড়ন্ত নামে শিল্পচর্চার একটি প্রতিষ্ঠান ত্রিদেশীয় এই আবাসিক শিল্প বিনিময় কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচীতে অংশ নেন, অদিতি গুপ্তা (ভারত), শিশির থাপা (ভারত), হামিদা ক্ষাত্রী (পাকিস্তান) ও বাংলাদেশের ফরহাদ রহমান, তাসমিন চৌধুরী, শাহরিয়ার খান শিহাব, আলী আসগর, ফাহাদ আল আলম, নাজিম উদ্দিন খান প্রিন্স, চন্দ্র সুখেন।

এ কর্মসূচিতে কিউরেটর ছিলেন সাদিয়া মিজান ও স্থানীয় সমন্বয়ক ছিলেন সুশান্ত ঘোষ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।