ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শিল্পী হাশেম খান পেলেন স্বাধীনতা দিবস পুরস্কার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
শিল্পী হাশেম খান পেলেন স্বাধীনতা দিবস পুরস্কার

পাঠ্য-পুস্তকের বিভিন্ন বইয়ে যে শিল্পীর ছবি দেখে দেখে এদেশের শিশুরা বেড়ে ওঠে তিনি শিল্পী হাশেম খান। দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিত্রকর।

জলরঙ, তৈলরঙ, প্রচ্ছদচিত্র অঙ্কনে তিনি সিদ্ধহস্ত।

একাগ্র চিত্র চর্চা ও সাধনার মধ্য দিয়ে হয়ে উঠেছেন এদেশের অগ্রণী শিল্পী। তার সৃষ্টিতে বাংলাদেশের নিসর্গ, রং ও মানুষের অন্তর-সৌন্দর্যের উন্মোচন শিল্পানুরাগীর হৃদয়কে স্পর্শ করে।

এছাড়া দেশের প্রগতিশীল আন্দোলনে তার অবদান রয়েছে। এ বছর হাশেম খান পেলেন স্বাধীনতা দিবস পুরস্কার।
এ বরেণ্য শিল্পীর পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে ৩ এপ্রিল সাড়ে ৬টায় ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হয়েছে এক প্রীতি সম্মিলনের।

বাংলাদেশ সময় ১৪০৫, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।