ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলা ও বই নিয়ে শামসুজ্জামান খান

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
বইমেলা ও বই নিয়ে শামসুজ্জামান খান

মেলার আয়োজন এবার অনেক ভালো। মেলার এই স্বল্পপরিসরেই আমরা পাঠকদের ঠিকমতো ঘোরাফেরার জন্য জায়গা বের করার চেষ্টা করেছি।

ওইভাবে স্টলগুলো বরাদ্দের ক্ষেত্রে আমরা প্ল্যান করেছি। চেষ্টা করেছি ফাঁকা ফাঁকা ভাব রাখতে, ফলে এত লোক হওয়ার পরও আসলে খুব একটা ভিড় মনে হচ্ছে না।

তাছাড়া লেখক আড্ডার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবারই প্রথমবারের মতো আমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অমর্ত্য সেনকে এনেছি। ফলে একুশের বইমেলা একটা আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। এটা এবারের মেলার একটি গুরুত্বপূর্ণ দিক।

গত বইমেলায় অন্বেষা থেকে প্রকাশিত হয়েছিল আমার ‘দিনলিপি’, মনন থেকে ‘মুক্তবুদ্ধি ও ধর্মনিরেপক্ষতা’। বের হয়েছিল ‘কালের ধুলোর স্বর্ণরেণু’।

এবারের মেলায় আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। পাঠক সমাবেশ করেছে ‘আফ্রিকান কবিতা’, শোভা প্রকাশ থেকে তিন খ-ের রচনাবলি, বিউটি বুক হাউস থেকে ‘রঙ্গরসের গল্পসমগ্র’। এছাড়া রয়েল পাবলিশার্স থেকে বের হচ্ছে ‘বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও অন্যান্য প্রসঙ্গ’।


বাংলাদেশ সময় ১৫২৭, ফেব্রুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।