ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

২০ দিনে বাংলা একাডেমীর অর্ধকোটি টাকার বই বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
২০ দিনে বাংলা একাডেমীর অর্ধকোটি টাকার বই বিক্রি

ঢাকা: নিজস্ব বিক্রয়কেন্দ্রে সারাবছর বই বিক্রি হলেও একুশে বইমেলার মাসে বাংলা একাডেমীর বিক্রির পরিমাণ বেড়ে যায় অনেক। এবারও এর ব্যাতিক্রম হয়নি।

বরং আগের বছরগুলোর তুলনায় এবারের বিক্রির পরিমাণ অনেক বেশি।

বইমেলার প্রথম ২০ দিনে ৫০ লাখ ৫৫ হাজার ২৪৭ টাকা ৫০ পয়সার বই বিক্রি করেছে বাংলা একাডেমী। এর আগে ২০১০ সালে একই সময়ে ৪৩ লাখ ১৪ হাজার টাকা, ২০০৯ সালে ৪২ লাখ ৩৮ হাজার, ২০০৮ সালে ৪৬ লাখ ৯৬ হাজার, ২০০৭ সালে ২৮ লাখ ৫৪ হাজার ও ২০০৬ সালে ১৯ লাখ ৬৯ হাজার টাকার বই বিক্রি হয়েছিল।

একাডেমীর বিপণন ও বিক্রয়োন্নয়ন উপবিভাগের উপপরিচালক জি এম মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বরাবরের মতোই অভিধানগুলোর চাহিদা বেশিগত ২০ দিনে ইংরেজি-বাংলা অভিধান প্রায় ১০ হাজার, বাংলা-ইংরেজি অভিধান সাড়ে ছয় হাজার, ব্যবহারিক বাংলা অভিধান চার হাজার কপি বিক্রি হয়েছে। এছাড়া নজরুল রচনাবলী, নজরুল তারিখ অভিধান, ইউরোপের ইতিহাস, আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাস, আরব জাতির ইতিহাস, আইন কোষ, কোরআর সূত্র, ব্যবসায়িক পরিভাষা, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদির ভালো কাটতি রয়েছে।

এবারের মেলায় সর্বাধিক চার লাখ ৪২ হাজার ৪২৭ টাকা ৫০ পয়সার বই বিক্রি হয়েছিল ১১ ফেব্রুয়ারি। তিন লাখ ৮২ হাজার ৮১০ টাকা ও তিন লাখ ৮২ হাজার ১২৩ টাকার বই বিক্রি হয়েছিল যথাক্রমে ১৮ ও ১৬ ফেব্রুয়ারি। আর ৪ ফেব্রুয়ারি তিন লাখ ২৫ হাজার ২১৯ টাকা ৯০ পয়সা ও ১২ ফেব্রুয়ারি বিক্রি হয়েছিল তিন লাখ ১০ হাজার ৬৭৭ টাকা ৫০ পয়সার বই।

এছাড়া প্রথম দিন আড়াই ঘণ্টায় ৫৯ হাজার হাজার ৮৪০ টাকা, ২ ফেব্রুয়ারি দুই লাখ ১৩ হাজার ৫৯৯ টাকা ২০ পয়সা, ৩ ফেব্রুয়ারি দুই লাখ সাত হাজার ৯৭ টাকা ৫০ পয়সা, গত ৫ ফেব্রুয়ারি দুই লাখ ১৪ হাজার ৯১৪ টাকা ৩০ পয়সা, ৬ ফেব্রুয়ারি দুই লাখ ১০ হাজার ১৭০ টাকা ৮০ পয়সা, ৭ ফেব্রুয়ারি দুই লাখ ২৫ হাজার ৭৭ টাকা ৩০ পয়সা, ৮ ফেব্রুয়ারি দুই লাখ ৬১ হাজার ৫০১ টাকা ৮০ পয়সা, ৯ ফেব্রুয়ারি দুই লাখ ৪৬ হাজার ৪৬০ টাকা, ১০ ফেব্রুয়ারি দুই লাখ ২৭ হাজার ৭১১ টাকা ৭০ পয়সা, ১৩ ফেব্রুয়ারি দুই লাখ ৪৪ হাজার ৪৮৫ টাকা ৫০ পয়সা, ১৪ ফেব্রুয়ারি দুই লাখ ৭৬ হাজার ২৩৩ টাকা, ১৫ ফেব্রুয়ারি দুই লাখ ২৪ হাজার ৪৯৩ টাকা ৮০ পয়সা, ১৭ ফেব্রুয়ারি এক লাখ ৬৫ হাজার ৯৫৫ টাকা ৮০ পয়সা, ১৯ ফেব্রুয়ারি দুই লাখ ১৯ হাজার ৭২ টাকা ২০ পয়সা এবং ২০ ফেব্রুয়ারি দুই লাখ ১৫ হাজার ৩৭৮ টাকা ৮০ পয়সার বই বিক্রি করে বাংলা একাডেমী।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।