ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলা ও নিজের বই নিয়ে যতীন সরকার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
বইমেলা ও নিজের বই নিয়ে যতীন সরকার

আমি এখন চলাফেরা করতে পারি না বলে নেত্রকোণাতেই আছি বলা যেতে পারে। মেলার যে সমস্ত খবর পাই তাতে লোভ বেড়ে যায়।

ইচ্ছে হয় যেতে। আমার মনে হয় এই মেলার আয়োজন বাংলাএকাডেমী করছে তা ঠিক আছে, তবে এই মেলার সম্প্রসারণ হওয়া দরকার বিভিন্ন জেলা শহরে।

তাছাড়া কেবল মেলাকে কেন্দ্র করেই যে বই প্রকাশের রীতি এটা পরিবর্তন হওয়া দরকার। সারা বছরই বই প্রকাশ হওয়া দরকার এবং মফস্বলে বই পাঠানোর ব্যাপারে প্রকাশকদের উদ্যোগ নেওয়া উচিত। মফস্বলে বই পাঠানোর ব্যাপারে প্রকাশকদের একদমই উদ্যোগ দেখা যাচ্ছে না।

গত বইমেলায় বের হয়েছিল আমার প্রবন্ধ গ্রন্থ ‘প্রাকৃতজনের জীবনদর্শন’, ‘আমার রবীন্দ্র অবলোকন’ এবং ‘সত্য যে কঠিন’।

এবারের মেলায় আসতেছে আমর ৭টি বই। জাতীয় সাহিত্য প্রকাশ থেকে আসছে ভাবনার মুক্ত বাতায়ন ও ‘বাংলা কবিতার মূলধারা ও নজরুল প্রসঙ্গ’। রোদেলা প্রকাশনী থেকে আসছে ‘বরণীয় জনের স্মৃতি কৃতী নীতি’ আর ইত্যাদি থেকে আসছে ‘বিনষ্ট রাজনীতি ও সংস্কৃতি’। এছাড়া কথাপ্রকাশ থেকে ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’, অনুপম প্রকাশনী থেকে ‘রচনাসমগ্র-১’ ও ‘রচনাসমগ্র-২’।

বাংলাদেশ সময় ১৮৩৭, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad