ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

মেলায় হুমায়ূন আহমেদের বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, ফেব্রুয়ারি ১০, ২০১১
মেলায় হুমায়ূন আহমেদের বই

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং নাট্যকার।

বলা চলে যে, বাংলাদেশের সায়েন্স ফিকশনেরও তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুশোর বেশি। তার লিখিত ‘হিমু’ এবং ‘মিসির আলী’ বাংলাদেশে প্রতিষ্ঠিত দুটি জনপ্রিয় চরিত্র।

এবারের মেলায়  অন্যপ্রকাশ থেকে বের হয়েছে হুমায়ূন আহমেদের ৭টি বই। এর মধ্যে আছে উপন্যাস ‘বাদশাহ নামদার’, ‘সেই সময়’, ‘হিমুর আছে জল’, ‘ম্যাজিক মুনশি’, ভ্রমণকাহিনী ‘রাবনের দেশে আমি এবং আমরা’, আত্মজীবনীমূলক গদ্য ‘আমি’ ও ‘ফাউন্টেনপেন’। এছাড়া কাকলী প্রকাশনী থেকে বের হয়েছে উপন্যাস ‘একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি’ এবং আফসার ব্রাদার্স থেকে ‘হিমু মিসির আলি যুগলবন্দি’।

বাংলাদেশ সময় ২১০৬, ফ্রেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।