ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ছয়দিনে বাংলা একাডেমীর সাড়ে ১২ লাখ টাকার বই বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
ছয়দিনে বাংলা একাডেমীর সাড়ে ১২ লাখ টাকার বই বিক্রি

ঢাকা: অমর একুশে বইমেলায় বাংলা একাডেমীর প্রকাশিত বইয়ের বিক্রি ছাড়িয়ে যাচ্ছে বিগত বছরগুলোকে। রোববার পর্যন্ত প্রথম ছয়দিনের হিসাবে এমন চিত্রই ফুটে উঠেছে।



বাংলা একাডেমীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত মেলা থেকে মোট ১২ লাখ ৩০ হাজার ৮৩৮ টাকা ৭০ পয়সার বই বিক্রি হয়েছে।

এর মধ্যে সর্বাধিক তিন লাখ ২৫ হাজার ২১৬ টাকা ৯০ পয়সার বই বিক্রি হয়েছে গত ৪ ফেব্রুয়ারি, শুক্রবার।  

দ্বিতীয় সর্বাধিক দুই লাখ ১৪ হাজার ৯১৪ টাকা ৩০ পয়সার বই বিক্রি হয়েছে পরদিন শনিবার।

এর আগে ২ ফেব্রুয়ারি, যেদিন প্রথমবারের মতো পূর্ণসময় উন্মুক্ত হয় ক্রেতাদের জন্য, সেদিন বিক্রি হয়ে তৃতীয় সর্বাধিক দুই লাখ ১৩ হাজার ৫৯৯ টাকা ২০ পয়সার বই।

এছাড়া ৬ ফেব্রুয়ারি দুই লাখ ১০ হাজার ১৭০ টাকা ৮০ পয়সা, ৩ ফেব্রুয়ারি দুই লাখ সাত হাজার ৯৭ টাকা ৫০ পয়সা এবং প্রথম দিন মাত্র আড়াই ঘণ্টায় ৫৯ হাজার হাজার ৮৪০ টাকার বই বিক্রি হয়।

এর আগে ২০০৯ সালে এ সময়ের মধ্যে ১১ লাখ ৭৯ হাজার ৮৫১ টাকা, ২০০৮ সালে নয় লাখ ৮১ হাজার ৩৫৬ টাকা, ২০১০ সালে নয় লাখ ৬৮ হাজার ৩৯৬ টাকা, ২০০৭ সালে সাত লাখ ৬৬ হাজার ৩৬৩ টাকা এবং ২০০৬ সালে দুই লাখ ৬০ হাজার ৭৪২ টাকার বই বিক্রি হয়েছিল।

প্রথম ছয় দিনের মধ্যে ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি হওয়া তিন লাখ তিন হাজার ২০১ টাকার বিক্রিই ছিল সর্বোচ্চ। অবশ্যই ওই বছরই আগের দিন, ৫ ফেব্রুয়ারি তিন লাখ টাকা পেরিয়েছিল বিক্রির অংক।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে এবারের বইমেলায় বিক্রির পরিমাণ আগের বছরগুলোকেও ছাড়িয়ে যাবে বলে আশা করেন বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ (মুর্শিদ আনোয়ার)।

তিনি বলেন, ‘মানসম্পন্ন বই হওয়ায় বাংলা একাডেমীর বইয়ের প্রতি পাঠকদের আলাদা আর্কষণ থাকে। প্রতি বছরই ভালো অংকের বই বিক্রি হয়ে থাকে একাডেমীর পুস্তক বিক্রয় কেন্দ্র থেকে। এবারও হচ্ছে। ’

এবারের মেলার প্রথম ছয় দিনের বিক্রির হার বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।