ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

একজন ফেলানীর কান্না

সৈয়দ তৌফিক উল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
একজন ফেলানীর  কান্না

বাংলাটা ভাগের মতো ফেলানীর বুকটা ভাগ করে
সকালে শিশিরে রক্ত ফোঁটা নিরাপত্তার যন্ত্র হয়ে
মানব-কলঙ্ক নিয়ে পুবের আকাশে নতুন সূর্য ওঠে।

ফেলানীর লাশ ঝুলে থাকে ভারত সীমান্তে কাটাতারে!

বাঁচাও! বাঁচাও! সম্ভ্রান্ত জাতির কাটা হাত থেকে
নিখুঁত নিশানা নিয়ে ওরা মানুষ ধরার ফাঁদ পেতে থাকে
ওৎপাতা মানবাধিকার! বুকপাতা ফেলানীর শরীরে বিঁধে

ভারতের নিরাপত্তা নিশ্চিত নিশ্চয়! বাহবা পেতেই পারে!!!

ফেলানীর লাশ নিঃশ্বাস ছাড়ে গণতন্ত্রের ঘাড়ে!
অবশেষে ভোর বোবার মতন খুনের সেই দৃশ্য চাটে!!

বাংলাদেশ সময় ২১২০, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।