ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আন্তর্জাতিক বঙ্গীয় শিল্পকলা সম্মেলন শুরু ৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
আন্তর্জাতিক বঙ্গীয় শিল্পকলা সম্মেলন শুরু ৫ ফেব্রুয়ারি

ঢাকা: জাতীয় জাদুঘরে ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে নবম আন্তর্জাতিক বঙ্গীয় শিল্পকলা সম্মেলন।  

বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক গবেষণা ও রিসোর্স প্রতিষ্ঠানের (আইসিএসবিএ) আয়োজনে এ সম্মেলন চলবে চার দিনব্যাপী।



সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিশ্বের ১২টি দেশের ৬১ জন বঙ্গীয় শিল্পকলা বিষয়ক গবেষক-পণ্ডিত অংশগ্রহণ করবেন। বাংলাদেশি গবেষক থাকবেন ২৭ জন।

সম্মেলনে অংশ নেওয়া পুরো দল ৬ ফেব্রুয়ারি যাবে প্রতœতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ কুমিল্লার ময়নামতিতে। সেখানে তাঁরা শালবন বিহার, আনন্দ বিহার, ভোজসহ বিভিন্ন প্রততাত্ত্বিক নিদর্শন পর্যবেক্ষণ করবেন।

৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার রাজেন্দ্রপুরের ব্র্যাক ট্রেনিং সেন্টার ‘বিসিডিএম’ এ চলবে প্রবন্ধ পাঠের আসর। এ প্রবন্ধগুলো শিল্পকলা বিষয়ক গবেষণালব্ধ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসকাবে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিএসবিএ’র চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক।

তিনি জানান, বাংলাদেশ তৃতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

গতবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কলকাতার বিশ্ব ভারতীতে।

এবারের সম্মেলনের কো-স্পন্সর মোবাইল কোম্পানি রবি, একাডেমিক পার্টনার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিএসবিএ’র ট্রাস্টি সিরাজ উদ্দিন, রবি’র হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সেগুফতা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।