ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

চারুকলায় ৫ দিনব্যাপী কর্মশালা ও প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
চারুকলায় ৫ দিনব্যাপী কর্মশালা ও প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে ৫ দিনব্যাপী কর্মশালা শেষে ১২ জানুয়ারি দুপুরে দু দিনব্যাপী একটি শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও সেমিনারের আয়োজন করা হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় স্লেড স্কুল অফ ফাইন আর্ট, লন্ডন এবং ঢাবি চারুকলা অনুষদের শিক্ষা বিনিময় কার্যক্রমের অধীনে।

‘ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্কশপ ফর কনসিডারিং অবসারভেশন, ক্যাপচারিং, প্রসেসিং অ্যান্ড প্রেসেন্টিং স্ট্র্যাটেজিস’ শিরোনামের এ কর্মশালা পরিচালনা করেন শিল্পী ড্রাইডন গুডউইন।

ড্রাইডেন গুডউইন স্লেড স্কুল অফ ফাইন আর্ট, ইউসিএল লন্ডনের শিক্ষক। কর্মশালায় চারুকলা অনুষদের অংকন, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন ও ছাপচিত্র বিভাগের ১২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে প্রত্যেকেরই ছয়টি করে শিল্পকর্ম স্থান পায়। সেমিনার ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শিল্প রফিকুন নবী, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভীসহ আরও অনেকে।

প্রদর্শনী শেষ হয় ১৩ জানুয়ারি সন্ধ্যায়।

বাংলাদেশ সময় ২০৩০, জানুয়ারি ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad