ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন নিয়াজ জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৩

ঢাকা: এ বছর সাহিত্যে বিশেষ অবদান রাখায় অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ড. নিয়াজ জামান।

শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং ফেরদৌস আজিম। সভাপতিত্ব করেন পক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।

বিজয়ীকে ক্রেস্ট ও পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সেলিনা হোসেন বলেন, অনন্যা সাহিত্য পুরস্কার মূলত যারা পেয়েছেন সকলেই বাংলায় লিখেন। এই প্রথম ইংরেজিতে লিখেন এমন একজনকে এ পুরস্কার দেওয়া হলো। এ জন্য আমি অনন্যাকে ধন্যবাদ জানাই।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, নিয়াজ জামান আমার শিক্ষক ছিলেন। বর্তমানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে কর্মরত আছি। নিয়াজ আপা অনন্যসাধারণ লেখক তো বটেই, একজন অসাধারণ মানুষও তিনি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তানিয়া মান্নান ও অমিত আচার্য।

এছাড়া নিয়াজ জামানের কবিতা আবৃত্তি করেন সাবিহা ফেরদৌসী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌমিতা জান্নাত।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।