ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সূফী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার-২০১২’র ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
সূফী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার-২০১২’র ঘোষণা

ঢাকা: সূফী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার-২০১২’র ঘোষণা দিয়েছে সূফী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কারের বিচারক প্যানেল।

পুরস্কারের জন্য ২০১০-২০১১ সালের গুণী ব্যক্তিদের নাম মনোনিত করা হয়েছে।



ফেব্রুয়ারি ২০১৩ সালের শেষ সপ্তাহে ফরিদপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের হাতে স্বর্ণপদক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সূফী মোতাহার হোসেন পরিষদের বিচারকদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিয়া মোহাম্মেদ আব্দুল কুদ্দুস।

 যারা পুরস্কার পেয়েছেন-
 *  মাসুদ আহমেদ (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস)
*   ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক (অপশক্তি প্রতিরোধ আন্দোলন)
*   ড. আবদুল মান্নান চৌধুরী (মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা)
*   ড. আবুল বারকাত (অর্থনীতি)
*   ড. মোহাম্মদ আলী খান (শিশুতোষ গবেষণা)
*  আতাউর রহমান কাকন (উপন্যাস)
*  মুহাম্মদ আবদুল খালেক (সামগ্রিক সাহিত্য কর্ম)
*   মোঃ আবদুর রাজ্জাক (সনেট)
*   হাসান ওয়াহিদ (কথা সাহিত্য- ছোট গল্প)
*   মো. রাশেদুল কবির আজাদ (কবিতা, কাব্যগ্রন্থ  ‘কবিতা তোমার ফাঁসি চাই’)
*  মীর ইয়াসির উদ্দিন ইয়াসির (কবিতা)
*  সফিউদ্দিন সারোয়ার (মুক্তিযুদ্ধ)
*  মনজু আরা বেগম (প্রবন্ধ গবেষণা)
* মো. শাহজাহান বাবলু (শিল্পায়ন)
 
সূফী মোতাহার হোসেন পরিষদের সভাপতি সূফী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক ঘোষণাপত্রের মাধ্যমে এ পুরস্কারের কথা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।