ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

জাকির তালুকদারের উপন্যাস

বাংলানিউজের শিল্প-সাহিত্য বিভাগে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
বাংলানিউজের শিল্প-সাহিত্য বিভাগে

একাত্তরের ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত বাঙালির হাজার বছরের ইতিহাস পরাধীনতারই ইতিহাস। যদিও স্বাধীনতার স্পৃহা ও সংগ্রাম সে চিরকালই জারি রেখেছিল আগ্রাসনকারীদের বিরুদ্ধে।

কিন্তু এই দীর্ঘ পরাধীনতার অন্ধকার-ইতিহাসের মাঝখানে এক-আধটু আলোর ইতিহাসও আছে। তেমনি একটি অধ্যায় উত্তরবঙ্গের ভূমিপুত্র কৈবর্তদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দীর্ঘ ৩৭ বছর ধরে তা ধরে রাখার ইতিহাস।

উত্তরের দীর্ঘ জনপদ ঘুরে, দিনের পর দিন নথিপত্র ঘেঁটে সেই অনালোকিত ইতিহাসের একটি বিরাট উন্মোচন ঘটিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার তার সুদীর্ঘ উপন্যাস ‘পিতৃগণ’-এ। এ রচনা আমাদের সাহসী পূর্বপুরুষদের আখ্যান, যে আখ্যান জানায় তার বীরত্ব ও স্বাধীনতার বিরামহীন পিপাসার কথা।

‘পিতৃগণ’ আসলে ফিকশনের আড়ালে আমাদের জাতির হতিহাস, ইতিহাসের আড়ালে এক নিবিড় ফিকশন।

এই মহাকাব্যিক উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি।

প্রতি শনিবার পড়ুন শিল্প-সাহিত্য বিভাগে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।