ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

পুরস্কার বিতর্ক: বাংলা একাডেমি থেকে সাজ্জাদ শরিফের পদত্যাগ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জানুয়ারি ৩০, ২০২৫
পুরস্কার বিতর্ক: বাংলা একাডেমি থেকে সাজ্জাদ শরিফের পদত্যাগ

বাংলা একাডেমির পুরস্কার বিতর্কের মধ্যে এর নির্বাহী কমিটি থেকে সরে দাঁড়ালেন কবি সাজ্জাদ শরিফ। বুধবার তিনি একাডেমির মহাপরিচালকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলা একাডেমির নতুন নির্বাহী পরিষদে যুক্ত হয়েছিলেন সাজ্জাদ শরিফ।

মহাপরিচলকের কাছে পদত্যাগ পত্র পাঠানোর বিষয়টি তিনি নিজে গণমাধ্যমে জানিয়েছেন।  

গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পরদিন শনিবার ঘোষিত পুরস্কার স্থগিতের সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি। সংস্কৃতি উপদেষ্টা নিজেই পুরস্কার স্থগিতের খবর ফেইসবুক পোস্টে জানান। পুরস্কার স্থগিতে উপদেষ্টার হস্তক্ষেপ রয়েছে বলে ফেইসবুকে লেখেন কেউ কেউ।

বুধবার মধ্যরাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য সাতজনের নতুন তালিকা ঘোষণা করে। সেখানে আগের দশ জনের তালিকা থেকে সেলিম মোরশেদ, মোহাম্মদ হান্নান এবং ফারুক নওয়াজের নাম বাদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।