ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

আরিফুল রনির কবিতা

পরিশুদ্ধ হব

আরিফুল রনি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
পরিশুদ্ধ হব

আমার স্পর্শে সবকিছু কষ্ট হয়ে যায়।
যেন আজন্মের পাপ জমে আছে শরীরের প্রতিটি রন্ধ্রে।


আমার স্পর্শে সবকিছু নষ্ট হয়ে যায়;
ভ্রষ্ট হয়ে যায়।

যে ফসলের মাঠ ছুঁয়ে একদিন গেয়েছিলাম বৃষ্টির গান;
আজ সেই অনাবাদি বিরানভূমি বৈশাখের দাবদাহে চৌচির হয় তৃষিত হৃদয়ে।
চোখের পাতায় জন্ম নেয়া অপূর্ণ স্বপ্নগুলো
অকাল স্পর্শে ঝরে যায় মলিন অন্ধকারে।
হৃদয়ে জেগে থাকে কেবলই স্মৃতির ভগ্ন শ্মশান।

আমার স্পর্শে আকাশ হয়ে ওঠে বেদনার থেকেও গাঢ় নীল।
নিঃশ্বাসে বিষাক্ত হয় বাতাস।
অশ্রু হয়ে যায় স্বচ্ছ হেমলক।
 
সান্নিধ্যে এসেছিল যারা একদিন ভালবেসে;
সবাই কিছু না বিছু হারিয়ে
অবশেষে চলে গেছে স্পর্শের সার্বিক সীমা ছেড়ে।

আমার স্পর্শে কষ্ট হয়ে যায় জাগতিক প্রেম, ভালবাসা।
আমার স্পর্শে নষ্ট হয়ে যায় তুমি ব্যতীত যে কোনো নারী।
আমার স্পর্শে ভ্রষ্ট হয়ে যায় অব্যর্থ ট্রিগার।

প্রিয়তমা শুধু একবার ছুঁয়ে দাও-
আমি পরিশুদ্ধ হব।

২৯.৭.১২
 উত্তরা, ঢাকা

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।