ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফজলুল পলাশের ‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’ বইয়ের মোড়ক উন্মোচন 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ফজলুল পলাশের ‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’ বইয়ের মোড়ক উন্মোচন 

ঢাকা: কবি, কথাসাহিত্যিক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ফজলুল পলাশ-এর নতুন বই ‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।  

সংযোগ প্রকাশনার প্রধান নির্বাহী কাদের বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখকের সহধর্মিণী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক তানজিলা শবনম এবং রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীরা নানা রকম কারিকুলাম কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। বিষয়টি সত্যিই আশা জাগানিয়া। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অনেক শিক্ষক ও শিক্ষার্থী লেখালেখিতেও যুক্ত আছেন। ফজলুল পলাশের নতুন বই প্রকাশিত হয়েছে দেখে আমিও ভীষণ খুশি। আশা করব সামনের দিনে তিনি আরো অনেক লেখা পাঠকদের উপহার দেবেন।  

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, ফজলুল পলাশের লেখার সঙ্গে আমি অনেক আগে থেকেই পরিচিত। তিনি আমার একজন প্রিয় মানুষ। তার লেখা আমাকে টানে। তার লেখা ১২তম বই অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র পাঠকপ্রিয়তা পাক এটাই প্রত্যাশা।  

অনুভূতি জানিয়ে লেখক ফজলুল পলাশ বলেন, আমি বই পড়তে, লিখতে এবং কিনতে ভালোবাসি। আমার লেখা প্রতিটা বই আমার কাছে সন্তানের মতো। অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র বইটি প্রকাশ করায় প্রকাশককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বইটি পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।