ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলায় এইচ আর হাবিবের এক মোড়কে দুই নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বইমেলায় এইচ আর হাবিবের এক মোড়কে দুই নাটক

‘ছিটমহল’খ্যাত নির্মাতা ও থিয়েটার সংগঠক এইচ আর হাবিব এর রচনায় একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দুইটি নাটক। ‘দম চরকা’ এবং ‘বিরান পার্বণ’ নামের নাটক দুইটি একই মোড়কে পাওয়া যাচ্ছে।

এটি বেহুলা বাংলা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হয়েছে।

বই প্রকাশের বিষয়ে এইচ আর হাবিব জানান, নাটক দুইটির মধ্যে একটি মঞ্চ নাটক। অন্যটি পথ নাটক। সমসাময়িক সামাজিক অসংগতি, তথা অসুস্থ্য সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতার বিষয় উঠে এসেছে নাটকের কাহিনীতে।  

বেহুলা বাংলা প্রকাশনীর কর্নধার জানান, এইচ আর হাবিবের আগে ছাপানো উপন্যাস ‘বেফাঁস রাতের ভোর’ নিয়ে পাঠক চাহিদা ছিল বেশ । তার লেখার ভিন্নতার কারণেই নাটকের বইটির প্রতিও পাঠকের আগ্রহ দেখতে পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।