ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আজ শুরু হচ্ছে গ্রীষ্মের বইমেলা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

শাহবাগের পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে আজ (১৫ এপ্রিল ২০১২) শুরু হচ্ছে গ্রীষ্মের বইমেলা। বিকেল ৪টায় ১৬ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন শিক্ষাবিদ ও গবেষক ড. সফিউদ্দিন আহমদ।



প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাপ্রকাশ-এর ৫ বছর পূর্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশ নিচ্ছে বিশ্বসাহিত্য ভবন, বাংলাপ্রকাশ, অনিন্দ্য প্রকাশ, ভাষাচিত্র, জাগৃতি প্রকাশনী, জিনিয়াস পাবলিকেশন্স, বিভাস ও মুক্তদেশ প্রকাশনী।

মেলায় ২৫% কমিশনে বই বিক্রি করা হবে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।   শেষ হবে ৩০ এপ্রিল ।

বাংলাদেশ সময় ১৫১৬, এপ্রিল ১৫, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।