ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বনানী মাঠে ‘বেঙ্গল বৈশাখ-উৎসব ১৪১৯’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
বনানী মাঠে ‘বেঙ্গল বৈশাখ-উৎসব ১৪১৯’

সুন্দর আগামীর সম্ভাবনা নিয়ে বৈশাখ আসে। বৈশাখী উৎসব দেশের সব মানুষের।

বেঙ্গল ফাউন্ডেশন ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তিতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউস্থ বনানী মাঠে দুই দিনব্যাপী ‘বেঙ্গল বৈশাখ-উৎসব’-এর আয়োজন করছে।

১৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ঢাক ঢোলের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। সকালে আরো থাকবে শিশুদের সম্মেলক গান, বৃন্দ আবৃত্তি, নাচ, পঞ্চকবির গান আর পাপেট শো। বিকেলে থাকবে বাউল গান ও ব্যান্ডে বাংলা গান।

নতুন বছরের প্রথম দিন ১৪ এপ্রিল ১ বৈশাখ ১৪১৯ সকালে থাকবে ঢাক-ঢোল, স্বাগতিক গান, সরোদ বাদন, আবৃত্তি আর পঞ্চকবির গান। সন্ধ্যায় থাকবে গান, নাচ, বেহুলা-লখিন্দর পালা, সেতার বাদন।

১ বৈশাখ ১৪১৯ শনিবার সন্ধ্যা ৬টায় বনানী মাঠে উৎসবের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

উৎসব প্রাঙ্গণে থাকবে কারুমেলা, ছবিমেলা, বাংলা গানের আসর, আবৃত্তি, পুতুলনাচ প্রভৃতি।  

বাংলাদেশ সময় ১৬২৬, এপ্রিল ১২, ২০১২
সম্পাদনা :  ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।