ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

চালু হতে যাচ্ছে শুদ্ধস্বরের নিজস্ব বিক্রয়কেন্দ্র

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

‘মন জোগাতে নয়, মন জাগাতে’ এই ভাবনাকে ভিত্তি করে ২০০৬ সালে শুদ্ধস্বর গ্রন্থপ্রকাশনা জগতে যাত্রা শুরু করে। গত কয়েক বছর যাবত শুদ্ধস্বর সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সমাজ, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে বই প্রকাশ করে আসছে।

এখানে থেকে প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি মেধাবী ও সৃষ্টিশীল তরুণ লেখকদের বইও  গুরুত্বের সাথে প্রকাশ করা হয় ।

এবার ঢাকার কাঁটাবনস্থ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে চালু হতে যাচ্ছে শুদ্ধস্বরের নিজস্ব বিক্রয়কেন্দ্র।

১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি বিকেল ৫টায় এ বিক্রয়কেন্দ্রের দারোদঘাটন করবেন চার বিশিষ্ট লেখক— সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, হায়াৎ মামুদ ও সেলিনা হোসেন।

এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন তরুণ সাহিত্যিকরা।

বাংলাদেশ সময় ১৭০০, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।