ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আগামীকাল থেকে গ্যালারি কসমস-এ ছাপচিত্র কর্মশালা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২

শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে ঢাকার মালিবাগ গ্যালারি কসমস-এ-- ‘আত্মা-মাটি-প্রতীক’ শীর্ষক সপ্তাহব্যাপী ছাপচিত্র কর্মশালা।

আগামীকাল ১০ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টা ৩০-এ কর্মশালার উদ্বোধন করা হবে।

এতে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. উরস হেরেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ এর প্রেসিডেন্ট ফারুক সোবহান এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের ডিরেক্টর নাদিয়া সামদানী।
আরও উপস্থিত থাকবেন গ্যালারি কসমস-আঁতেলিয়ের ৭১-এর চেয়াম্যান এনায়েতুল্লাহ খান।

কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করবেন শিল্পী কালিদাস কর্মকার ও শিল্পী নগরবাসী বর্মন।

কর্মশালায় অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ চারুকলা অনুষদে অধ্যয়নরত ১০ তরুণ শিল্পী। শিল্পীরা হলেন এম এম এহসান, ইকবাল বাহার চৌধুরী, রাজিব সরকার, তানিয়া সুলতানা বৃষ্টি, আবদুল্লাহ আল বশীর, এমডি তৌহিদুল ইসলাম, চয়ন কুমার দাস, রমানা রহমানী রানী, রোকনুজ্জামান ও নাদিয়া ইসলাম।

কর্মশালায় শিল্পীরা ছাপচিত্র মাধ্যমের এচিং, ড্রাইপয়েন্ট ও ফ্রেঞ্চকালার টেকনিকে শিল্প সৃষ্টি করবেন।

কর্মশালা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শেষ হবে ১৬ এপ্রিল।

স্থান : কসমস-আঁতেলিয়ের ৭১ প্রিন্টমেকিং স্টুডিও, ৬৯/১, নিউ সার্কুলার রোড, মালিবাগ ঢাকা ১২১৭।

বাংলাদেশ সময় ১৬৩১, এপ্রিল ০৯, ২০১২ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।