ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

মারিও বার্গাস য়োসা উপহার দেবেন ৩০ হাজার বই!

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২
মারিও বার্গাস য়োসা উপহার দেবেন ৩০ হাজার বই!

 নোবেলজয়ী কথাসাহিত্যিক মারিও বার্গাস য়োসা। সম্প্রতি উদযাপিত হলো তার ৭৬তম জন্মদিন।

এবার তিনি জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন জন্মস্থান আরেকিপায়।  

এখানেই তিনি ঘোষণা দিলেন প্রিয় শহর আরেকিপায়ের লাইব্রেরিতে ব্যক্তিগত সংগ্রহ থেকে ৩০ হাজারেরও বেশি বই উপহার দেবেন।



২৮ মার্চ জন্মদিন উদযাপন করতে রাজধানী লিমা থেকে  হাজির হন আরেকিপা শহরে।

য়োসা জানান, তার লিমা, মাদ্রিদ ও প্যারিসের বাড়িতে ৩০ হাজারেরও বেশি বই রয়েছে। প্রতিটি বইয়ে রয়েছে নিজের হাতে লেখা নানা ফুটনোট। এই বইয়ের প্রথম কিস্তিটি তিনি আগামী বছরেই পৌঁছাতে চান। বইগুলো দেওয়া হবে আরেকিপার কালচারাল সেন্টারের হাতে। যে বাড়িটিতে য়োসার জন্ম সেই বাড়িটির দেখভাল করছে ওই কালচারাল সেন্টার। বাড়িটিকে ২০১৩ সালের মধ্যে জাদুঘর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এছাড়া তিনি  আরও জানান, তার পরবর্তী উপন্যাসটির পটভূমি হবে পেরুর পিউরা শহর। এ উপন্যাসে নিজের জীবনের অনেক ঘটনাই তুলে ধরা হবে।

বাংলাদেশ সময় ১৮১০, এপ্রিল ৫, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।