ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বেঙ্গল শিল্পালয়ে মিজারুল কায়েসের ৫২তম জন্মবার্ষিকী উদযাপন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২
বেঙ্গল শিল্পালয়ে মিজারুল কায়েসের ৫২তম জন্মবার্ষিকী উদযাপন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ২ এপ্রিল ২০১২ সোমবার সন্ধ্যায় উদযাপন করা হলো শিল্পসমালোচক, লেখক ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের ৫২তম জন্মদিন। সেখানে এক প্রীতি সম্মিলনে তাঁর বন্ধু এবং গুণগ্রাহীদের পক্ষ থেকে ৫২ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

   

এই আনন্দঘন প্রীতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কবি কামাল চৌধুরী, নাট্যব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেতা হাসান ইমাম, শিল্পী মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মফিদুল হক, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শামা রহমান, বুলবুল ইসলাম, খায়রুল আনাম শাকিল এবং শারমিন সাথী ইসলাম। আবৃত্তি করেন ভাস্বর বন্দোপাধ্যায়।

বেঙ্গল ফাউন্ডেশন এবং শিল্পীর সুহৃদবৃন্দের আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুবীর চৌধুরী।

বাংলাদেশ সময় ১৪২০, এপ্রিল ৩, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।