ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ছোটকাগজ : উতঙ্ক

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২
ছোটকাগজ : উতঙ্ক

রাশেদ রহমান সম্পাদিত ছোটকাগজ ‘উতঙ্ক’। ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে এর ৮ম সংখ্যা।

বর্তমান সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি-প্রাবন্ধিক অধ্যাপক বেলাল পালোয়নকে। তিনি উতঙ্কের আগের প্রায় সব সংখ্যাতেই প্রবন্ধ লিখেছেন।

বেলাল পালোয়ান প্রয়াত হয়েছেন ৮ জানুয়ারি ২০১২। বেলাল পালোয়ান স্মরণে কবিতা লিখেছেন মাহবুব সাদিক এবং গদ্য লিখেছেন মাহমুদ কামাল ও রাশেদ রহমান।

এছাড়া সংখ্যাটি সাজানো হয়েছে কবিতা, গল্প, প্রবন্ধ আর অনুবাদ দিয়ে। বরাবরের মতো লেখা ছাপার ক্ষেত্রে এ সংখ্যাতেও উতঙ্ক তরুণদেরই প্রাধান্য দিযেছে।

বর্তমান সংখ্যায় কবিতা লিখেছেন ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, বীরেন মুখার্জী, হাফিজ রশিদ খান, ওয়ালী কিরণ, শিশির আজম, পরিতোষ হালদার, অপূর্ব সোহাগ, শারদুল সজল, চন্দন চৌধুরীসহ ৩৮ জন কবি।

গল্প লিখেছেন হুমায়ুন মালিক, আকমল হোসেন নিপু, হাসানুল মতিন, নাহিদ আহসান, আহমদ জসিম।
প্রবন্ধ লিখেছেন কামরুজ্জামান জাহাঙ্গীর, সুহৃদ জাহাঙ্গীর, রিসি দলাই, তারেক আহসান, দেবাশীষ দেব।
তিব্বতি কবি তেনজিন সুন্দুর কবিতার অনুবাদ করেছেন বিদ্যুত খোশনবীশ।

টাঙ্গাইল থেকে প্রকাশিত রাশেদ রহমান সম্পাদিত ছোটকাগজ ‘উতঙ্ক’-এর প্রচ্ছদ করেছেন সাঈদ উল হাসান বাপ্পি, মূল্য ৫০ টাকা।

বাংলাদেশ সময় : ১৮৩০, এপ্রিল ২, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad