ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বেঙ্গল শিল্পালয়ে শিশু চিত্রকলা প্রদর্শনী শুরু

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২
বেঙ্গল শিল্পালয়ে শিশু চিত্রকলা প্রদর্শনী শুরু

আজ ১ এপ্রিল থেকে  ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে শুরু হলো ‘আমাদের স্বপ্ন’ (Our Dream) শীর্ষক শিশু চিত্রকলা প্রদর্শনী। এর আয়োজন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস যৌথভাবে।



আজ রোববার বিকেল ৩ টায় বেঙ্গল শিল্পালয়ে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর প্রোগ্রাম পরিচালক ব্রিজিত লুরবার্গ এবং পরিচালক শাহিদা বেগম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর পরিচালক সুবীর চৌধুরী।

প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ১০১ টি। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত  ৮ টা পর্যন্ত। শেষ হবে ৩ এপ্রিল।

বাংলাদেশ সময় ১৭৪৭, এপ্রিল ১, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।