ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

কাতারে বিএনপির ইফতার মাহফিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, জুন ৫, ২০১৭
কাতারে বিএনপির ইফতার মাহফিল কাতারে বিএনপির ইফতার মাহফিল

কাতার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ মে) দোহার রমনা রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ফয়সাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির, সোলাইমান গনি, কাশেম পারভেজ, আব্দুল রশিদ, সফিউল আলম মানিক।

আরও উপস্থিত ছিলেন, সেলিম খান, তারেক আহমেদ, শিল্পী নাজমূল, মাহফুজ আহমেদ, মেজবাউদ্দীন চেনু, হাবিবুর রহমান হাবিব।

বক্তরা বলেন, বর্তমান সরকারের গুম, হত্যা নির্যাতনের কারণে বিএনপি নেতাকর্মীরা মা-বাবার সঙ্গে ইফতার করতে পারছেন না। তারা রমজানেও নানাভাবে নির্যাতন চালাচ্ছে।

বক্তব্যের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ