ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাত দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আমিরাত দূতাবাসে বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
 
এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে, দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওসমান গনির পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।
 
দূতাবাস কনস্যুলার শহীদুজ্জমান ফারুকী রাষ্ট্রপতির বাণী, লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর বাণী, দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং লেবার সচিব ড. মোখলেছ উদ্দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।
 
সভায় আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, তহিদুল ইসলাম ফিরোজ, আশিষ বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মইন উদ্দিন, গোলাম কাদের ইফতি, সহ-অর্থ সম্পাদক সাজ্জাতুল ইসলাম রুবেল, আপ্যায়ন সম্পাদক আবু তাহের তারেক, জামাল চৌধুরী, সেলিম আনসারি, সদস্য জানে আলম, মোজামেল চৌধুরী, সাহেদ নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরে, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ