ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

আরব-আমিরাত

আমিরাতে জেল হত্যা দিবস

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৭, নভেম্বর ৬, ২০১৪
আমিরাতে জেল হত্যা দিবস

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে জেল হত্যা দিবস পালন করেছে আবুধাবি যুবলীগ।

আবুধাবি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর পরিচালনায় স্থানীয় হোটেলে আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ বশির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবুধাবী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ।



জেল হত্যা দিবস অনুষ্ঠানে সহ সভাপতি শহিদুল্লাহ শহিদ, নুর আলম মানিক, আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এম তালেব আলী, যুগ্ম সম্পাদক সোহেল মাঝি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমদাম হোসেন, আওয়ামী যুবলীগের সহ সভাপতি আক্তার হোসেন, শেখ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক আবু হুরাইরা পারভেজ, অর্থ সম্পাদক বাচ্চু, তোফায়েল আহমদ সেলিম, মুনসুর, সুক্কুর আলী প্রমুখ।

অনুষ্ঠানে আগামী বছর থেকে প্রবাসের প্রতিটি দূতাবাসে দিবসটি পালন করার জন্য সরকারের প্রতি দাবি জান‍ান বক্তারা।

এ সময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে আগামী এক সাপ্তাহের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে প্রকাশ্য শাস্তির দাবি জানিয়েছে আরব আমিরাত আবুধাবি আওয়ামী যুবলীগের নেতারা।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ