ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কৃষি

মাগুরায় কৃষকদের মধ্যে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
মাগুরায় কৃষকদের মধ্যে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

মাগুরা: মাগুরায় কৃষকদের মধ্যে সমন্বিত ব্যবপস্থানার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের  উন্নয়ন সহায়তার (ভর্তুকি) আওতায় ১১ জন কৃষককে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যন্ত্রপাতি বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর।

 

বিতরণকৃত আধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে- কমবাইন্ড হারভেস্টার, সাতটি সিডার, পাওয়ার থ্রেসার (ধান মাড়াই যন্ত্র), ভুট্টা মাড়াই যন্ত্র, রিপার রাইডার (ধানকাটা যন্ত্র)।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (কর্মকর্তা) ইয়াসিন কবীরের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর উপ-পরিচালক ড. হায়াত মাহ্মুদ, সদর উপজেলা চেয়্যারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম দিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ জানান, এক বিঘা জমির ধান কাটতে খরচ হয় ৫ হাজার টাকা। সেখানে কমবাইন্ড হারভেস্টার যন্ত্র দিয়ে ধান মাড়াই ও বস্তাবন্দি করতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। এই আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে ফলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনি অর্থ সাশ্রয় হবে কৃষকদের। এছাড়া অন্যান্য যন্ত্র দিয়ে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে জমিতে থাকা বিভিন্ন ফসল সহজেই ঘরে তুলতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad