ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

কৃষি

পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন পেলো গ্রীনডেল্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন পেলো গ্রীনডেল্টা

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইড সূত্রে এ তথ্য জানা যায়।


 
কোম্পানিটি বর্তমান মূলধন ৫১ কোটি ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে  ৫৬ কোটি ১৩ লাখ টাকায় উন্নীত করবে। মোট ৫১ লাখ ৩ হাজার শেয়ার ছেড়ে কোম্পানিটি ৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০ টাকা। শুধু ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছে শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘন্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।