ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

কৃষি

নড়াইলে ১৬০০ কৃষক পেলেন সার-বীজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জুন ৮, ২০২৩
নড়াইলে ১৬০০ কৃষক পেলেন সার-বীজ

নড়াইল: নড়াইলে চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে জেলা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামে সভাপতিত্বে বক্তব্য দেন- সদর উপজেলা পরিষষের চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা কৃষি অফিসার মো. রোকোনুজ্জামান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার কৃষি প্রতিনিধি তাজুল ইসলাম।

নড়াইল সদর উপজেলায় ১৬০০ জন কৃষকের মধ্যে প্রণোদনা দেওয়া হয়। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।