বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, পোশাক শিল্পে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়া এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। ফলে রপ্তানি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
পোশাক শিল্পের সংকট মোকাবিলায় বিজিএমইএ সভাপতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন। এ সময় বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আবদুর রহিম ও এ বি এম সামছুদ্দিন উপস্থিত ছিলেন।
প্রস্তাবগুলো হলো- শ্রমঘন পোশাক ও বস্ত্র শিল্পকে নতুন গ্যাস সংযোগে অগ্রাধিকার দেওয়া, তিতাস গ্যাস সংযোগ অনুমোদনের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সরঞ্জাম পরিবর্তন বা স্থানান্তর সংক্রান্ত আবেদনগুলো পৃথক তালিকায় রেখে দ্রুত সিদ্ধান্ত দেওয়া, কম লোড বৃদ্ধির আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ প্রদান এবং গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত কারখানাগুলোতে অন্তত ৩-৪ পিএসআই চাপ নিশ্চিত করা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন