[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণা

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৩ ৫:৩০:৫৬ এএম
বরিশাল সিটি কর্পোরেশন ভবন

বরিশাল সিটি কর্পোরেশন ভবন

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনসহ তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানকে এ সিটি কর্পোরেশন নির্বানের রির্টানিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

তার সঙ্গে আরও ১০ জন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানও রয়েছেন। 

বাকিদের মধ্যে ভোলা, রাজবাড়ী, ঝালকাঠি, বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা এবং বরগুনা সদর, বাকেরগঞ্জ, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন। 

এর মাধ্যমে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরু হলো বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান। 

প্রথম দিনেই দু’একজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নেওয়ার নিয়মকানুন জানতে উপস্থিত হন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। 

উল্লেখ্য, বরিশার সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার ২ লাখ ৪১ হাজার ৯শ’ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৩শ’ ৩২ জন আর নারী ১ লাখ ২০ হাজার ৬শ’ ২৭ জন। 

বাংলা‌দেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমএস/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache