bangla news

ফলাফল যাই হোক, মেনে নেবেন খালেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ১০:৩২:১৮ পিএম
ভোট দিচ্ছেন আ'লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ছবি: মানজারুল ইসলাম

ভোট দিচ্ছেন আ'লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা) ভোট দিয়েছেন।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টা ১০ মিনিটে কেসিসির ১৮৩ নম্বর ভোট কেন্দ্র মহানগরীর পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দেন।

ভোট শেষ তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। খুলনার উন্নয়নে মানুষ নৌকায় ভোট দেবে। বিজয়ের বিষয়ে আশাবাদী খালেক। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন। ফলাফল যাই হোক মেনে নেব।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালুকদার আব্দুল খালেক বলেন, ফলাফল যাই হোক মেনে নেবেন।

মিডিয়ার জন্য সাধারণ মানুষ ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন খালেক।

কেসিসি নির্বাচনে মেয়র পদে আ’লীগের তালুকদার আব্দুল খালেকসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।

বাকি চার প্রার্থী নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমআরএম/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-05-14 22:32:18