[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

ঢাকা উত্তরের উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-০৪ ৭:০৩:৫২ এএম
ডিএনসিসি’র লোগো

ডিএনসিসি’র লোগো

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচন ২৬ ফেব্রুয়ারি (সোমবার) হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব (ভারপ্রাপ্ত) হেলালুদ্দীন আহমদ। 

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

ইসি সচিব হেলালুদ্দীন বলেন, ওইদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ৩৬টি (১৮টি করে) সাধারণ ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে। 

** ডিএনসিসি’র মেয়র নির্বাচনে ‘সুবিধাজনক’ সময়ের খোঁজে ইসি

৯ জানুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

ইসি সচিব জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
ইইউডি/এমএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa