ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সেমিফাইনালেই বিশ্বকাপ অভিষেক হচ্ছে হ্যান্ডসকম্বের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুলাই ১০, ২০১৯
সেমিফাইনালেই বিশ্বকাপ অভিষেক হচ্ছে হ্যান্ডসকম্বের সেমিফাইনালেই বিশ্বকাপ অভিষেক হচ্ছে হ্যান্ডসকম্বের-ছবি:সংগৃহীত

পিটার হ্যান্ডসকম্বকে সৌভাগ্যবানই বলতে হবে। কেননা বিশ্বকাপের অভিষেক ম্যাচেই যে তিনি পাচ্ছেন সেমিফাইনালের মতো হাইভোল্টেজ খেলাকে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের দ্বিতীয় ম্যাচে এই ব্যাটসম্যানের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

হ্যান্ডসকম্ব অবশ্য বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে ভালো খেলেও আসরের মূল দলে সুযোগ পাননি। তবে কপালো থাকলে ঠেকায় কে? গত সপ্তাহে শন মার্শের চোটে দলে ডাক পান এই ডানহাতি মিডলঅর্ডার।

এ ব্যাপারে ল্যাঙ্গার বলেন, ‘সত্যিটা হচ্ছে, পিটার হ্যান্ডসকম্ব অবশ্যই খেলবে, একশত ভাগ নিশ্চিত। এখানে সে খেলার যোগ্যতা রাখে। এর আগে মূল দলে তার সুযোগ না পাওয়াটা ছিল দুঃখজনক। ’

তিনি আরও বলেন, ‘সে দুর্দান্ত ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সে ভালো খেলেছে। মিডলঅর্ডারে আমরা তাকে ভরসা করতে পারি। সে স্পিনটাও ভালো খেলতে পারে। সুতরাং অবশ্যই খেলবে। ’

এদিকে চোটে থাকা আরেক ক্রিকেটার মার্কাস স্টোইনিসকে নিয়ে অবশ্য আশাবাদী ল্যাঙ্গার, ‘সে এখন ঠিক আছে। নেট সেশনটা ভালো ছিল। সে ফিট হয়েই খেলবে। ’

১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ