ঢাকা, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুলাই ১০, ২০১৯
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

শেষের পথে বিশ্বকাপ ক্রিকেট। আর মাত্র ৪দিন পরই জানা যাবে বিশ্বসেরা দলের নাম। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেছে নিয়েছে এবারের আসরের সেরাদের। 

দশ দলের ক্রিকেটারদের মধ্য থেকে সিএ বেছে নিয়েছে সেরা একাদশ। যেখানে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান।

তবে অবাক করেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির না থাকা।  

বাংলাদেশ থেকে একমাত্র সাকিব থাকলেও ভারত থেকে আছেন দুজন, পাকিস্তান থেকে দুজন, নিউজিল্যান্ড থেকে দুজন, অস্ট্রেলিয়া থেকে দুজন ও ইংল্যান্ড থেকে একজন।  

রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার আছেন ওপেনার হিসেবে। এর পরে ব্যাটিং লাইনআপে ধারাবাহিকভাবে আছেন বাবর আজম ও কেন উইলিয়ামসন। সাকিব ও বেন স্টোকসকে রাখা হয়েছে অলরাউন্ডার হিসেবে। উইকেটরক্ষক হিসেবে আছেন অ্যালেক্স কেরি। বোলিং ডিপার্টমেন্টে আছেন মিচেল স্টার্ক, লকি ফার্গুসন, জসপ্রিত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদি।     

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ:

রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন(নিউজিল্যান্ড), জসপ্রিত বুমরাহ (ভারত) ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ