রোববার (০২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে ‘বাজওয়্যার চ্যালেঞ্জ’ নামে এক মজার খেলায় মেতে উঠলেন টাইগাররা।
কে সবচেয়ে কমবার ঘণ্টা বাজিয়ে এই চ্যালেঞ্জ শেষ করতে পারেন সেটাই দেখার ছিলো। সবাই বেশ মজা করেই চ্যালেঞ্জ পূরণ করেন তবে টাইগারদের মধ্যে কেউই ঘণ্টা না বাজিয়ে শেষ করতে পারেননি।
অধিনায়ক মাশরাফি ভালো শুরু করলেও কিছু দূর এগিয়েই ঘণ্টার কবলে পড়েন। আবার প্রথম থেকে শুরু করেন তিনি। মুশফিকুর রহিমের পারফরম্যান্স সবচেয়ে খারাপ। বেশ কয়েকবার তার ঘণ্টা বেজে যায়। সাকিবের তিনবার ঘণ্টা বাজে।
মজার এই খেলায় আরও অংশ নেন মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমকেএম