ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সেমিফাইনালের আগেই বাদ পড়বে কোহলিরা!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জুন ২, ২০১৯
সেমিফাইনালের আগেই বাদ পড়বে কোহলিরা! ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ইংল্যান্ড। এটি বেশিরভাগ ক্রিকেট সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞরাই এক বাক্যে মনে করেন। পাশাপাশি ভারতকেও একই তালিকায় রাখতেও পিছপা হচ্ছেন না কেউই। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ মনে করেন তেমন কিছু হবে না। তার মতে শিরোপা দূরে থাক, এখনো পর্যন্ত সেমিফাইনাল খেলাই নিশ্চিত নয় বিরাট কোহলির দলের। 

দুই দিন আগে আরেক সাবেক ক্রিকেটার, কিউই কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বকাপ নিয়ে তার ভবিষ্যদ্বাণী দেন। তারই পরিপ্রেক্ষিতে মার্ক বলেন ভারতের ব্যাপারে এখই কিছু বলা যায় না।

নিজের ভবিষ্যদ্বাণীতে প্রথম পর্বের ম্যাচগুলোতে ভারতের পক্ষে ইংল্যান্ডের সমান ৮ জয়ের কথা উল্লেখ করেন ম্যাককালাম।

ম্যাককালাম তার টুইটে লিখেন, ‘বিশ্বকাপের সবগুলো ম্যাচের প্রেডিকশন। সেমিফাইনালের চার নম্বর জায়গার জন্য লড়বে ৪টি দল। ভালো নেট রানরেট থাকা দল সামনে যাবে। বৃষ্টি এবং ভাগ্যও বড় ফ্যাক্টর হবে। আশা করি নিউজিল্যান্ডের পক্ষেই আসবে সেটি। আপাতত ৬ সপ্তাহ ক্রিকেটীয় উত্তেজনা উপভোগ করি। ’

এতে আপত্তি জানিয়া মার্ক ওয়াহ লেখেন, ‘ভালো লিখেছো ব্রেন্ডন। তবে আমি মনে করি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। তবে ভারতের কথা এখনো নিশ্চিতভাবে বলা যায় না। কারণ তাদের প্রস্তুতি সেভাবে হয়নি এবং মিডলঅর্ডারও শক্ত নয়। তারা কোহলি এবং বুমরাহর ওপর অনেকাংশে নির্ভরশীল। ’

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ