দুই দিন আগে আরেক সাবেক ক্রিকেটার, কিউই কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বকাপ নিয়ে তার ভবিষ্যদ্বাণী দেন। তারই পরিপ্রেক্ষিতে মার্ক বলেন ভারতের ব্যাপারে এখই কিছু বলা যায় না।
ম্যাককালাম তার টুইটে লিখেন, ‘বিশ্বকাপের সবগুলো ম্যাচের প্রেডিকশন। সেমিফাইনালের চার নম্বর জায়গার জন্য লড়বে ৪টি দল। ভালো নেট রানরেট থাকা দল সামনে যাবে। বৃষ্টি এবং ভাগ্যও বড় ফ্যাক্টর হবে। আশা করি নিউজিল্যান্ডের পক্ষেই আসবে সেটি। আপাতত ৬ সপ্তাহ ক্রিকেটীয় উত্তেজনা উপভোগ করি। ’
এতে আপত্তি জানিয়া মার্ক ওয়াহ লেখেন, ‘ভালো লিখেছো ব্রেন্ডন। তবে আমি মনে করি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। তবে ভারতের কথা এখনো নিশ্চিতভাবে বলা যায় না। কারণ তাদের প্রস্তুতি সেভাবে হয়নি এবং মিডলঅর্ডারও শক্ত নয়। তারা কোহলি এবং বুমরাহর ওপর অনেকাংশে নির্ভরশীল। ’
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমকেএম